কলকাতা

আজ থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে ট্যাবের জন্য ১০ হাজার টাকা, পুজোয় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

পুজোয় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য যে ১০ হাজার টাকা করে রাজ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দিত, তা দুর্গাপুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । আজ থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হয়েছে । মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেয় রাজ্য সরকার । গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল । তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দফতর । বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না ।