দুয়ারে রেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। দুয়ারে রেশন পৌঁছে দিতে তৈরি হচ্ছে নতুন ধরনের গাড়ি। যেহেতু পাহাড় থেকে জঙ্গলমহল সব এলাকার মানুষই দুয়ারে রেশনের সুবিধা পাবেন। তাই সব জায়গায় চলনসই গাড়ি তৈরির কথাই ভাবা হচ্ছে। বাড়ি বাড়ি রেশন পৌঁছতে প্রত্যেক ডিলারকেই কিনতে হবে এই গাড়ি। আর এই গাড়ি কিনতেই রাজ্যের রেশন ডিলারদের এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সম্প্রতি খাদ্যভবনে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের প্রায় ২৩ হাজার রেশন ডিলারকে বাড়ি বাড়ি মাল পৌঁছনোর জন্য গাড়ি কিনতে এককালীন অর্থসাহায্য করার পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু রেশনদ্রব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট রেশন ডিলারের। এজন্য তাঁদের মালবাহী গাড়ি চাই, যাতে ওজনযন্ত্র বসানোরও সংস্থান থাকে, এবং যা শহরের এবং গ্রামের রাস্তায় চলাচলের উপযোগী। অলিগলিতেও ঢুকতে পারবে। খাদ্য ভবনে বৈঠকে তিনটি গাড়ি নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন। সূত্রের খবর, সব সংস্থাই এই ধরনের গাড়ির জন্য ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা দর দিয়েছে। তার মধ্যে এক লক্ষ টাকা সরকার দেবে বলেই ভাবা হচ্ছে। যে গাড়ির ডিলারের থেকে গাড়ি কিনবেন রেশন ডিলার তাঁর কাছেই সরাসরি এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। যেমনটা দেওয়া হত গতিধারা প্রকল্পের সময়। তবে এ বিষয়ে বাস্তব পরিস্থিতিতে কী সমস্যা হতে পারে তা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে রেশন ডিলারদের ফেডারেশন। এখন দেখার রেশন ডিলারদের সমস্যার সমাধান হয় কীভাবে।