বৃহস্পতিবার অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়ে উঠল বিধানসভার অধিবেশন। শুভেন্দু অধিকারী-সহ ৬ বিধায়কের সাসপেন্ড কড়া ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। প্রতিবাদ- স্লোগানে চরমে ওঠে সভার অধিবেশন।অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, “বারবার করে বিরোধী দলনেতা কে বাইরে রাখবেন। এটা কী করে হতে পারে। এটাতে সভার কাজ সঠিক ভাবে চালানো সম্ভব হয় না। এটা ঠিক নয়।” এরপর অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করছিলেন। তখন বিজেপি বিধায়করা শ্লোগান দিতে শুরু করেন।হাতে কালো কাপড় নিয়ে শ্লোগান দিতে শুরু করে দেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বারবারই তাঁদের বিরত করার চেষ্টা করেন। তিনি বলেন, “এমন আচরণ করবেন না।” পাল্টা বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার মন্তব্য, “বিরোধী দলনেতাকে বারবার সাসপেন্ড করলে হাউজ চলবে কি করে?” এরপরেই কালো কাপড় দেখাতে শুরু করেন বিধায়করা। মুহূর্তে বিধানসভায় ভেতরে ও বাইরে উত্তেজনা চরমে পৌঁছয়।