কলকাতা

রাত পোহালেই টেট, পরীক্ষার্থীদের জন্য চালু হেল্পলাইন

রাত পোহালেই Primary TET Exam। পরীক্ষার্থীদের জন্য রাজ্য জুড়ে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে সর্বত ভাবে চেষ্টা করবে প্রশাসন। কোনওরকম অসুবিধা ছাড়াই পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারেন, সে ব্যাপারে সজাগ রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে মোট ৩ লাখ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই টেট পরীক্ষার দিন যানবাহন ব্যবস্থা সচল রাখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদি। রাস্তায় অতিরিক্ত বাস নামানোর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। কলকাতায় অতিরিক্ত মেট্রো চালানোর ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগামীকাল, রবিবার বেশ কিছু হেল্পলাইন নম্বর চালু রাখা হচ্ছে।

আলিপুরদুয়ার 0356413248563, বাঁকুড়া 9932967747, পূর্ব বর্ধমান, 9474173007/9474173144, পশ্চিম বর্ধমান 9434323839, বীরভূম 9933485405, কোচবিহার 03582-222442, দক্ষিণ দিনাজপুর 7001301077, হুগলি 7033908420, হাওড়া 8926330730 / 9434510279, জলপাইগুড়ি 8101249869, ঝাড়গ্রাম 03221-291016/ 8101745437, কলকাতা 6291152478, মালদা 03512-221123, মুর্শিদাবাদ 9932054608, নাদিয়া 9232761568, উত্তর 24-পরগনা 7980465664/9093118906/9874111564, পশ্চিম মেদিনীপুর 9547573736, পূর্ব মেদিনীপুর 9475224927 / 7319290263, পুরুলিয়া 7547994949, শিলিগুড়ি 9800583307 / 7908409100, দক্ষিণ ২৪ পরগনা 9433266887 / 9474159456, উত্তর দিনাজপুর 1800-345-3367 / 03523-246153