গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬৭৮ জন উত্তর ২৪ পরগনা। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে দীর্ঘদিন পর ফের প্রথমে উঠে এল ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা। কলকাতায় একদিনে আক্রান্ত সেখানকার ৪৯৬ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর থেকে অনেকটাই বেশি। তৃতীয় স্থানে বীরভূম, সংক্রমিত ৩০০ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে একদিনে সংক্রমিত ২৯৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৯, ৭৯১। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৩৭৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০, ১৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮, ৫৪, ৮৮১। সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ।