গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৭৫২ এবং মৃত্যু হয়েছে ৭ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬,৩১,৮১৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৭৩৩ জন। একদিনে সুস্থ ৭২১। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৪, ৬২৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১.২১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩৩।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭৫২ pic.twitter.com/WxF60FnE0U
— Banga News (@banganews24x7) December 28, 2021