বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে ওড়িশা ও বাংলার দিকে। যার জেরে দক্ষিণবঙ্গে ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবংমায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে। বস্তুত, আগামী তিন-চার দিন একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে। আগামী ২৯ তারিখ ২৪ ঘণ্টা এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।