আজ সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার। দু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ গোটা বাংলা জুড়েই আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাব সরসরি রাজ্যের সর্বত্র না পড়লেও, উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ২৩ শে জুলাই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ শে জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দুইবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। সেই কারণে ২৩ শে জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়ার পাশাপাশি, আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।