দেশ

উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, চালকের তৎপরতায় নাশকতার ছক বানচাল

রাজধানী সহ ২টি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা ! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলায় ৷ নয়াদিল্লি থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস (20504) ৷ সোমবার সন্ধ্য়ায় ডালেনগর থেকে উমরতলি স্টেশনের মধ্যে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের একটি টুকরো দেখতে পান চালক ৷ ট্রেনের গতিবেগ তুলনামূলক কম থাকায় ইমার্জেন্সি ব্রেক কষেন চালক ৷ এরপর চালকের আসন থেকে নেমে লাইন থেকে কাঠের টুকরোটি সরিয়ে ট্রেনটিকে গন্তব্যের দিকে এগিয়ে যান তিনি ৷ সেই সঙ্গে, তৎক্ষণাৎ রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন চালক ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই একই রেললাইন দিয়ে আসছিল কাঠগোদাম এক্সপ্রেস (15044) ৷ সেই ট্রেনটিকেও লাইনচ্যুত করার চেষ্টা করা হয় ৷ লাইনের উপর তার জড়ানো কাঠের টুকরো দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক ৷ পুলিশ জানিয়েছে, দুই ক্ষেত্রেই চালকের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷ দুই এক্সপ্রেসের চালকের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ এদিন সন্ধ্যাতে ঘটনাস্থল পরিদর্শনে যান সুপারিন্টেন্ডেন্ট নীরাজ কুমার জাদাউ ৷ পরিদর্শনের পর ঘটনাপ্রসঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন তিনি ৷ সেই সঙ্গে তিনি জানান, চালকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি-এর শীর্ষ আধিকারিকরা ৷ ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে তদন্ত শুরু করেছেন স্থানীয় পুলিশ ৷ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে রেলও ৷