জেলা

সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন। চারদিনের সিবিআই হেফাজত শেষে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশ মিশ্রকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে তোলার পর বিকাশের জামিনের আর্জি মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী। জামিন পেলেও হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানান, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। মঙ্গলবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে কেস ডায়েরি জমা দেওয়া হয়। এদিন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকাশ মিশ্র বলেন, ‘আমি আদালতের নির্দেশ অনুযায়ী, নিয়মিত প্রতি সপ্তাহে হাজিরা দিই। তদন্তে আগামী দিনেও সহায়তা করব। আমার জামিন বহাল আছে। সুপ্রিম কোর্ট বলেছিল চার দিন হেফাজতে থাকতে হবে। থেকে এলাম।’ বিকাশ ছাড়াও এদিন আদালতে তোলা হয় কয়লা কান্ডে অভিযুক্ত ইসিএলের প্রাক্তন চেয়ারম্যান তথা ডাইরেক্টর সুনীল কুনার ঝা ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ মোহন সিংকে।