জেলা

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিনয় তামাং

হঠাৎ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ ও মোর্চার সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং। তাঁর ওই পদত্যাগের পরই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে । এদিন দার্জিলিংয়ের নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেন বিনয় তামাং। পদত্যাগ প্রসঙ্গে বিনয় তামাং বলেন, ‘২০১৭ সালের পর থেকে দল দু’ভাগে ভাগ হয়ে যায়। একটা বিমল গুরুংয়ের। আরেকটা আমার গত ২০১৯ সালের জানুয়ারি থেকে আমাকে রাজনীতি থেকে হঠানোর চক্রান্ত চলছে। আমি পদত্যাগ করলাম। এখন আর কোনও বিনয়পন্থী মোর্চা বলে কিছু থাকল না। দলের নেতাদের কাছে অনুরোধ, আমার পদত্যাগপত্র গ্রহণ করুন। তবে আমি রাজনীতি ছাড়ছি না। রাজনীতিতেই থাকছি। আগামী দিনে রাজনৈতিক পথ কোন দিকে মোড় নেবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। খুব শীঘ্রই নতুন জার্নি শুরু হবে। যে যাত্রা শুরু হবে, তা মানুষের কল্যাণের জন্য হবে’।বিনয়ের সিদ্ধান্তকে একদিকে স্বাগত জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । অন্যদিকে, বিনয়ের পদত্যাগের পর স্তম্ভিত তার ছায়াসঙ্গী অনিত থাপা ।