বিনোদন

রাজেশ খান্নার বায়োপিকের ঘোষণা

আগামীকাল বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার ৭৯তম জন্মদিন। তাঁর জন্মদিনের প্রাককালে সুখবর দিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। তিনি জানান, এবার হতে চলেছে রাজেশ খান্নার বায়োপিক। ছবির পরিচালনা করতে পারেন ফারাহ খান। গৌতম চিন্তামণির বেস্টসেলার ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিইং রাজেশ খান্না’ অবলম্বনেই তৈরি হবে এই ছবি।