জেলা

শিলিগুড়িতে ধাক্কা খেল বিজেপি, পুরভোটের আগেই খুশবু মিত্তল সহ ৩০০ পরিবার যোগ দিলেন তৃণমূলে

শিলিগুড়ি সহ চারটি পুরনিগমে ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাই আগেই উত্তরবঙ্গে জবরদস্ত ধাক্কা খেল পদ্ম শিবির। ভোটের মুখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর খুশবু মিত্তল। যা বিজেপি শিবিরের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। শিলিগুড়িতে বিজেপির পুর প্রতিনিধি দলের অন্যতম মুখ ছিলেন খুশবু মিত্তল। মঙ্গলবার বিকালে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে শাসকদলে যোগ দিলেন তিনি। খুশবু মিত্তল কথায়, দীর্ঘদিন বিজেপি করেছি। এখন এলাকার উন্নয়ন করতে চাই। তাই দল ছাড়ছি। এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের দাবি, বড় সাফল্য দলের। এর জেরে ওয়ার্ডে তৃণমূল আরও শক্তিশালী হবে।  পাশাপাশই মঙ্গলবার প্রায় ৩০০-র বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে বড় ধাক্কা খেল গেরুয়া শিবিরে। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, মণ্ডল সভাপতি সহ ৩০০ পরিবার যোগ দিল তৃণমূলে। অন্যদিকে উত্তরবঙ্গ তৃণমূলের শীর্ষ নেতাদের দাবি, আগামীদিনে আরও বড় চমক অপেক্ষা করছে।