দেশ

বঙ্গে পদ্ম ফোটাতে পারেননি, তবে নিজের বিয়ের ফুল ফোটালেন ৫৮-তে, সাতপাকে বাধাঁ পড়লেন পর্যবেক্ষক মেনন অরবিন্দ

বাংলায় পদ্ম ফোটাতে এসেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। তবে এবার নিজের বিয়ের ফুল ফুটল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেননের। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সহকারী হয়ে এসেছিলেন অরবিন্দ মেনন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৮ আসন পেয়েছে বিজেপি। তবে একুশে আর লক্ষ্যে পৌঁছনো যায়নি। বঙ্গ হাতছাড়াই হয়ে থাকল। তবে নিজের জীবনে দেরিতে হলেও বিয়ের ফুল ফুটল মেননের। ৫৮ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়লেন অরবিন্দ মেনন। শুক্রবার কেরলের একটি মন্দিরে একেবারেই ঘরোয়া আচার-অনুষ্ঠান করে বিয়ে সারলেন তিনি। বিয়েটাও সারলেন কার্যত চুপচাপ ভাবেই। কিন্তু বাংলার কোনও নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। বিয়ের যে ছবি সামনে এসেছে তাতে বিজেপির কোনও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। জানা গিয়েছে, কেরলের গুরুবায়ুর মন্দিরে বিয়ে করেছেন মেনন। শুক্রবার সে কথা জানিয়েছেন তিনি। টুইট করে, সকলের আশীর্বাদ চেয়েছেন এই বিজেপি নেতা।