কলকাতা

‘পুরভোট একমাস পিছনো উচিত ছিল’, দাবি দিলীপ ঘোষের

বিজেপির দাবি অর্ধেক মেনেছে নির্বাচন কমিশন, নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানালেন ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাঁর মত পার্টির মধ্যে বড় পরিবর্তন হচ্ছে, মানিয়ে নিতে সময় লাগবে। ভোট পিছনো নিয়ে তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে প্রশ্ন করেন, “কমপক্ষে একমাস পিছনো উচিত ছিল ৷ সরকার কি বলতে পারে, ১৫ দিনে সব নর্মাল হয়ে যাবে ?” আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি জানান, ওনার কথা বলা উচিত৷ না হলে শরীর খারাপ হয়ে যাবে ৷ কথা বললে অন্তত শরীরটা ঠিক থাকবে।