কলকাতা

এবার তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ বিজেপি বিধায়ক হিরণের! জল্পনা তুঙ্গে

বিজেপি বিধায়ক হিরণ যোগ দিচ্ছেন তৃণমূলে। সম্প্রতি বিজেপি বিধায়কের একটি ছবি ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হুহু করে ভাইরাল হয়েছে সেই ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিত মাইতির পাশে বসে রয়েছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। আর তাঁদের মাঝখানে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র জল্পনা। বিশেষ সূত্রে খবর, তৃণমূলের বেশ ‘বড়সড়’ এক নেতার কলকাতার একটি কার্যালয়ে তোলা ওই ছবি। ছবিটি গত মাসের।  তৃণমূলের পক্ষ আগে থেকেও বলা হয়েছিল, একাধিক বিজেপি নেতানেত্রী যোগ রাখছেন জোড়াফুল শিবিরের সঙ্গে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ৫ সেকেণ্ডের জন্য দরজা খোলার কথা। ইঙ্গিত দিয়ছিলেন, বাছাই করে দলে নেওয়ার। তারপরে আজ প্রকাশ্যে এল তৃণমূল দফতরে হিরণের ছবি। মানে, তৃণমূলে প্রত্যাবর্তন?  আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির কারবারিদের প্রশ্ন, সেখানে সভাতেই কি যোগ দেবেন হিরণ? এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী দাবি করেছিল, বিজেপির একাধিক নেতা-বিধায়ক-সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এমনকি, অভিষেক বন্দোপাধ্যায়কে কাঁথির সভা থেকে বলতে শোনা গিয়েছিল, “দরজা খুলব। ৫ সেকেন্ডের জন্য খুলব?” এবার কি তেমনই কোনও ঘটনা ঘটতে চলেছে। যদিও এদিনও গোটা বিষয়টি নিয়ে চুপ দুই শিবির।