কলকাতা

পঞ্চায়েত ভোটের আগেই পদ্ম শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল

বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল রবিবার যোগ দিলেন তৃণমূলে। যোগ দিয়েই তিনি ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে। আগেই খবর ছিল, ৩ বিজেপি বিধায়ক যোগ দিতে চেয়েছিলেন তৃণমূলে। তাঁদের মধ্যে একজন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার দুপুরে তিনি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে। সেখানেই অভিষেকের হাতে তৃণমূলের উত্তরীয় পরে নেন তিনি। সুমন বলেন, বিজেপিতে থেকে কাজ করা যায় না। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ জন বার্লা কাজ করতে দেন না। তাই উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপির কমবেশি আরও ১৩ বিধায়ক এবং কয়েকজন সাংসদ তৃণমূলে যোগ দিতে চান।