জেলা

দুর্ঘটনার কবলে সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি, ‘চক্রান্তে’র অভিযোগে অবরোধ জাতীয় সড়কে

বারাসতে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি। যদিও শেষ পর্যন্ত বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। শনিবারই দিল্লি থেকে ফেরেন জগন্নাথ সরকার, রাতে কলকাতা বিমানবন্দর থেকে নিজের সংসদীয় এলাকায় ফিরছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বারাসতের হেলাবটতলায় তাঁর গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মেরেছিল কি-না তা জানা যায়নি। দুর্ঘটনায় সাংসদের কোনও চোট লাগেনি। পুলিশ সূত্রের খবর, জগন্নাথ সরকারের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেই সময় আচমকা পিছন দিক থেকে একটি ট্রাক সাংসদের গাড়িতে ধাক্কা মারে। তত্‍পরতার সঙ্গে ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। গাড়ির চালক এবং দেহরক্ষীর তত্‍পরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাংসদ। সূত্রের খবর, ট্রাক চালকের থেকে ট্রাকের কাগজপত্র এবং লাইসেন্স মেলেনি। এই দুর্ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকার আশঙ্কা করেছে বিজেপি। সাংসদের গাড়ি দুর্ঘটনার প্রতিবাদে রবিবার সকাল দশটা থেকে শান্তিপুরের বাগদিয়া বাজার এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে শামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর অবরোধকারীদের সঙ্গে কথা বলে পুলিশ অবরোধ তুলে দেয়।