মোটা টাকার বিনিময়ে ধর্ষণকারীকে আড়াল করার অভিযোগ উঠলো বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে। সরকারি জমি দখল করে অবৈধ নির্মানের অভিযোগের পর এবার নির্যাতিত আদিবাসী মহিলার পাশে না দাঁড়ালেন না তিনি। বিজেপি ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দারস্থ হন ওই মহিলা। সেইসঙ্গে তিনি এই ব্যাপারে সাহায্য চাইতে গিয়েছিলেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার কাছেও। তবে নির্যাতিতার দাবি সাংসদ তাকে সাহায্য কোনওরকম করেননি। উল্টে মোটা টাকা নিয়ে ওই ব্যবসায়ীকে আড়াল করার চেষ্টা চালিয়ে গিয়েছে। যদিও গোটা ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। এরপর মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। এই বিষয়ে সাংসদ জন বার্লার প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলে সাংবাদিকের ফোন শোনার পর তিনি ফোন কেটে দেন। এরপর তাঁকে বারবার ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি। অন্যদিকে, পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই অভিযুক্ত ব্যবসায়ী নাম হল জয়চাঁদ আগরওয়াল। বাড়ি বানারহাট থানা এলাকায়। মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, বুধবার বানারহাট থানায় স্থানীয় ব্যবসায়ী জয়চাদ আগরওয়ালার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এক নির্যাতিতা আদিবাসী মহিলা। একইসঙ্গে ওই মহিলার আরও অভিযোগ করেছেন এই ব্যাপারে তিনি স্থানীয় সাংসদ জন বার্লার কাছে গেলে সে তাকে সাহায্য না করে উল্টে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।