নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় মধ্যপ্রদেশের ৩৯ এবং ছত্তিশগড়ের ২১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর হল, প্রথম দফার প্রার্থী তালিকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও ছত্তিশগড়ের পূর্বতন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম নেই। চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার ভোট। আগামী বছর লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছেন বিজেপির শীর্ষ নেতারা। গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে ভরাডুবির অন্যতম কারণই ছিল, দেরি করে প্রার্থী তালিকা প্রকাশ। ফলে প্রার্থী নিয়ে নিচুতলার কর্মীদের অসন্তোষ মেটানোর মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর তার ফলে ভরাডুবি ঘটেছিল পদ্ম শিবিরের। দাক্ষিণাত্যের পরে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে আগেভাগেই প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল ও প্রার্থী তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক বেসিছিল। ওই বৈঠকের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।