কলকাতা

শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, আজ রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জরুরি তলব । আজ রাতেই দিল্লি যাচ্ছেন তিনি । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার ভরাডুবির পর এই প্রথম দিল্লি সফর দিলীপ ঘোষের । সূত্রের খবর, আগামিকাল (রবিবার) সকাল ১১ টায় দু’জনের বৈঠক হবে। সেজন্য আজ (শনিবার) রাতেই দিল্লি রওনা দেবেন দিলীপ। আজ রাত ৮ টার ফ্লাইটে তিনি দিল্লি যাবেন বলে জানা গিয়েছে । দিলীপ ঘোষকে কেন জরুরি তলব করা হল তা নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিবর্তনের জন্যই দিলীপ ঘোষকে তলব করা হয়েছে । আবার অন্য একটি সূত্রের দাবি, বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তাই তাঁদের সাংগঠনিক কাজে লাগানো হতে পারে । তার জন্যই দিল্লিতে দিলীপ ঘোষকে ডাকা হয়েছে । আরও একটি সূত্র বলছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের সামগ্রিক বিষয় নিয়ে বৈঠক করবেন দিলীপ ঘোষ ।