জেলা

২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসবে না, দাবি করলেন মুখ্যমন্ত্রী

২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি, ফের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগরে তৃণমূলের এক জনসভায় দিল্লি থেকে বিজেপিকে হঠানোর বার্তা দিলেন মমতা।এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, বিজেপি কোনও কাজ না করেই নদিয়াতে বিধানসভা ও লোকসভার আসন পেয়েছে। নদিয়া জেলার বিজেপি বিধায়ক ও সাংসদদের কোনও কাজে পাওয়া যায় না। জনতাকে তাঁর প্রশ্ন, এখানে বিজেপির বিধায়ক-সাংসদরা কী কাজ করেছেন? কেন তাঁদের ভোট দিলেন? যা করার, করেছি তো আমরা। এদিন তৃণমূল নেত্রীর ভাষণে বারবারই উঠে আসে মতুয়াদের কথা। মমতা বলেন, বিজেপির কাজই হল মিথ্যাচার করা। ২০১৯-এর লোকসভা এবং ২১-এর বিধানসভা ভোটে অনেক মিথ্যে কথা বলেছে। মিথ্যা বলে তারা ভোট আদায় করেছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। দিল্লি থেকে বিজেপিকে সরাতেই হবে। এর জন্য রাস্তায়-মাঠে নেমে আন্দোলন করতে হবে। বিজেপির দুই শাগরেদ সিপিএম-কংগ্রেস। ভোট এলে রাম-বাম-শ্যাম সব এক হয়ে যায়। বিজেপি ফেক ভিডিয়ো চালিয়ে সারাদিন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে। নজর রাখুন। তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে বিজেপি-সিপিএম-কংগ্রেস কিছু করতে পারবে না।