পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে পরার ঘটনায় দক্ষিণ কলকাতার মোমিনপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল করা হয় ৷ বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ৷ গ্রেফতার করা হয় ১০ জন বিজেপি কর্মীকে। উত্তর কলকাতার মানিকতলার রামমোহন লাইব্রেরি থেকে মানিকতলা মোড় পর্যন্ত বিজেপির মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও কল্যাণ চৌবে।