ক্রাইম

বর্ষবরণের ভোরে দিল্লিতে তরুণীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ধৃত বিজেপি নেতা! 

রাজধানীতে দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় বিজেপি যোগের অভিযোগ তুলল আম আদমি পার্টি। আপের দাবি, এই ঘটনায় যে পাঁচজনকে এখনও অবধি গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন বিজেপি নেতা। 
রবিবার ভোরে সুলতানপুরীতে ঘটে এই দুর্ঘটনা। স্কুটিতে করে যাচ্ছিলেন অঞ্জলি সিং নামের এক তরুণী। সেই সময়ই স্কুটিটিতে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গাড়ি। গাড়ির নিচে আটকে যায় তরুণীর পা। অঞ্জলিকে গাড়ির নীচে টেনে হিঁচড়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা নিয়ে যায় বিজেপি নেতা সহ ৫ মদ্য়প যুবক। সুলতানপুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। তাঁর নগ্নদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবার সেই ঘটনাতেই আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে অন্যতম মনোজ মিত্তাল একজন বিজেপি সদস্য। তাঁর অভিযোগ, লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা ও দিল্লি পুলিশের সিনিয়র আধিকারিক ইচ্ছাকৃতভাবে এই তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন আপের কর্মী–সদস্যরা।  অন্যদিকে, মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে সুলতানপুরি থানার সামনে সোমবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় মৃতার পরিবার। স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভ দেখান। এদিকে, পাঁচ অভিযুক্তকে এদিন আদালতে পেশ করা হলে তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। তরুণীর দেহের ময়নাতদন্তের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।