ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার রাতে পাকিস্তানের সোয়াত উপত্যকার কাবাল থানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগ পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে জখম হয়েছেন আরও অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। জানা গিয়েছে, কাবাল থানায় বিস্ফোরণের ফলে আহত হয়েছেন মোট ৫৭ জন। জখমদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণটি কাবাল থানার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের অফিসের সামনে হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের আধিকারিকরা লাক্কি মারওয়াতে একটি অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন জঙ্গিকে মারার কয়েক ঘন্টা পরে এই বিস্ফোরণ ঘটে।