বিদেশ

নামাজ পড়ার সময় আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৭, আহত ১৫

আফগানিস্তানে নামাজের সময় একটি শিয়া মসজিদে শুক্রবার বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে ৷ আহত কমপক্ষে ১৫ জন ৷ পুলিশের তরফে এই বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত করা হয়েছে ৷ পুলিশের মুখপাত্র বিস্ফোরণের ফলে হতাহতের বিষয় নিশ্চিত করেছেন ৷ তালিবানের তরফে জারি করা ফুটেজে দেখা গিয়েছে, বাঘলানের প্রাদেশিক রাজধানী পোল-ই-খোমরি শহরের মসজিদে লাল কার্পেট বিছানো মেঝেতে মসজিদের ধ্বংসাবশেষ, জিনিসপত্র এবং কাপড়ে ঢাকা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বাঘলান পুলিশের মুখপাত্র শের আহমাদ বোরহানি জানিয়েছেন, বিস্ফোরণের বিষয়ে তিনি প্রাথমিক তথ্য দিলেও, বিস্তারিত পরে জানাবেন।অন্যদিকে, তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কোনও পক্ষের তরফে দায় স্বীকার করা হয়নি ৷ তবে ঘটনার পিছনে দায়ী হতে পারে ইসলামিক স্টেট গ্রুপ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অতীতেও এই আইএসআইএস-রা বড় আকারের হামলা আফগানিস্তানে সংগঠিত করেছিল ৷ তাদের আক্রমণের মূল লক্ষ্য থেকেছে বরাবর সংখ্যালঘু