কংগ্রেস নেতার বাড়ি থেকেই উদ্ধার হল তাঁর ছেলের মৃতদেহ। সোমবার সকালে বিহারের কাটিহারের কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খানের ছেলের দেহ উদ্ধার ঘিরে শোরগোল ছড়ায় পাটনার গর্দানিবাগ এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন হাত শিবিরের নেতার ছেলে আয়ান (১৮)। জানা গিয়েছে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। যদিও সে কেন আত্মহত্যা করেছে তার কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি। পরিবারের দাবি, অন্য রাতের মতো রবিবারও আয়ান অন্য সবার সঙ্গে ডিনার করে নিজের ঘরে ঘুমাতে চলে গিয়েছিল। এরপর আজ সকালে সবাই ঘুম থেকে উঠে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পায়। ঘটনায় হতভম্ব পরিবারের লোকেরা। শাকিল আহমেদ খান ঘটনার সময় পাটনায় ছিলেন না বলে জানা গিয়েছে। তাঁকে ফোন মারফত এই দুঃসংবাদ জানায় পরিবারের অন্য সদস্যরা। মৃতদেহ আবিষ্কারের পরই পরিবারের তরফে পুলিশের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
