স্কুলের পাঠ্যপুস্তকে সার্বিকভাবে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখার প্রস্তাবনা এনেছে NCERT প্যানেল৷ আর সেই কথা সামনে আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা৷ তবে কি, স্কুলের বইয়েও চলে আসছে ‘ইন্ডিয়া বনাম ভারত’ বিতর্ক? প্রশ্ন বিদ্বজনেদের৷ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্বয়ং সংস্থার ডিরেক্টর৷ সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT-র ডিরেক্টর বলেছেন, ‘‘বহু মাস আগেই NCERT-র প্যানেল এমন একটি প্রস্তাব লিখে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছে৷ আমরা এখনও কিছুই সিদ্ধান্ত নিইনি৷’’ তাঁর কথায়, বিষয়টা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে৷ এবার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ পাঠ্যপুস্তকে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘‘জুজুর ভয় মনে হচ্ছে। কেন্দ্রীয় সরকার জুজু দেখছে INDIA-তে। এটা অপরিণামদর্শিতা। হিন্দুস্থান শব্দের ইংরেজি হতে পারে INDIA…এটাই নিকটে। ভারত সেখান থেকে দূরে। আসলে কেন্দ্র INDIA জোট ও তার অন্যতম মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। এটা পুস্তক অবধি নামিয়ে আনার কোনও দরকার ছিল বলে মনে করি না।’’