এদিন বিকাশ ভবনে SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। নির্ধারিত সময় সোমবার বিকেল তিনটেয় বিকাশ ভবনে বৈঠক বসে ৷ বৈঠকে সরকারের তরফে উপস্থিত হন শিক্ষাসচিব মনীশ জৈন, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়, ল অফিসার তাপস পাঁজা-সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিক। এছাড়াও বৈঠকে উপস্থিত হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আজ নবম থেকে দ্বাদশ শ্রেণির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সাত জন প্রতিনিধি বিকাশ ভবনে আসেন। সাত প্রতিনিধি হলেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সঙ্গীতা নাগ ও মিঠুন বিশ্বাস। এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম থেকে ছেলেমেয়েদের সঙ্গে ছিলেন। কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। আইনি জটিলতা দূর করা জন্য আমাদের দিক থেকে সদর্থক উদ্য়োগও ছিল’। ব্রাত্য বসুর কথায়, ‘যেহেতু ব্যাপারটা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সু্প্রিম কোর্ট…আশা করছি যে এই আইনি জটিলতা সত্ত্বর কেটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দেবেন’। শিক্ষামন্ত্রী জানান, ‘আজকে একপ্রস্ত আলোচনা হয়েছে। আগামী ২২ তারিখ আর এক প্রস্ত আলোচনা আছে। এরমধ্যে ওর বলেছেন, ১৪ তারিখ সুপ্রিম কোর্টে আবার কেসটা ওঠার কথা আছে, সুপ্রিম কোর্টে আমাদের যা যা করণীয়, আমরা করব। আদালতের রায় তো আমাদের উপর নির্ভর করে না। আদালত যে ভাবে চাইবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ অনুসারে আমরা সেইভাবে নিয়োগ দিতে শুরু করব’।