ব্রাজিল জানে ঘুরে দাঁড়াতে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে হাফ ডজন গোলে হার মানতে হয়েছিল ব্রাজিলকে। সেই ব্রাজিলই ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ব্রাজিল কখনও ৬ গোলের ব্যবধানে হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারলেও ৬ গোল কখনও খায়নি। আর্জেন্টিনা ছ’ গোলে ব্রাজিলকে হারানোর পর থেকে সবাই ধরেই নিয়েছিলেন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে জিতবে নীল-সাদা জার্সিধারীরাই। কিন্তু শেষমেশ ব্রাজিলই শেষ হাসি হাসল। এবার নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতল ব্রাজিল। সব মিলিয়ে মোট ১৩ বার মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পেলের দেশ। প্রথম ৪টি ম্যাচের শেষে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পাওয়ার হাউজের সংগ্রহে ছিল ১০ পয়েন্ট। ফলে শেষ ম্যাচের উপরে নির্ভর করেছিল সব। ব্রাজিলের খেলা ছিল চিলির বিরুদ্ধে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। ব্রাজিলের ম্যাচের পরেই ছিল আর্জেন্টিনার খেলা। ব্রাজিল ৩-০ গোলে বিধ্বস্ত করে চিলিকে। ফলে নীল-সাদা জার্সিধারীরা মাঠে নামার আগেই ব্রাজিল এগিয়ে যায় তিন পয়েন্টে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনার সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়। চার গোলে ম্যাচ জিততে হত মেসির দেশকে। ফলে মাঠে বল গড়ানোর আগেই কিন্তু নীল-সাদা জার্সিধারীরা চাপে পড়ে যায়। প্রথমার্ধের শেষে আর্জেন্টিনা পিছিয়ে ছিল ১-০ গোলে। শেষমেশ আর্জেন্টিনা ম্যাচটাই হেরে যায় ৩-২ গোলে। ফলে টুর্নামন্ট দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত চোখের জল ফেলতে হল নীল-সাদা জার্সিধারীদের।
