দেশ

ফের পঞ্জাবের আকাশে পাকিস্তানি ড্রোন, নামাল বিএসএফ

গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ফের ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন ৷ শুক্রবার রাতে পঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি ড্রোন উড়তে দেখা যায় ৷  ওই পাকিস্তানি হেক্সাকপ্টারটিকে নামায় বিএসএফ ৷ শুক্রবার রাতে সীমান্ত অঞ্চলে বিএসএফের টহলদারি দল রুটিন পেট্রোল চালাচ্ছিল ৷ সেইসময় অমরকোট বর্ডার আউটপোস্টের কাছে গোঁ গোঁ শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় একটি পাকিস্তানি হেক্সাকপ্টার (ড্রোন) বেশ নিচু হয়ে উড়ে যাচ্ছে ৷ জায়গাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩০০ মিটার এবং বিএসএফ ফেন্স থেকে ১৫০ মিটার ভেতরে ৷ ড্রোন উদ্ধারের পর বিবৃতি দিয়ে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর রাত ১১টা ১০মিনিট নাগাদ অমরকোটের ইএক্স-১০৩বিএন বর্ডার আউটপোস্টের অ্যালার্ট ট্রুপ ড্রোনটিকে চিহ্নিত করে এবং সেটিকে নামানো হয় ৷ উদ্ধার করা ড্রোনটি চিনের তৈরি ৷