হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি বিএসএনএলের সংস্থার চিফ জেনারেল ম্যানেজার দেবাশিষ সরকারের স্পষ্ট বক্তব্য, “পোল আমাদের ছিল। কিন্তু বিদ্যুৎ দিতে আমরা বলিনি। আমাদের দায়িত্ব নয়। আমরা পাওয়ার দিই না। তদন্ত হলে তথ্য চাইব। কলকাতায় এমন ১৫ লক্ষ কানেকশন ছিল। এখন অনেক কমে গেছে। কিছু পোল রাখতেই হয়। কিন্তু পাওয়ার লাগাতে দেওয়া হয় না। আমরা এমন অনুমতি দিই না। আর কেউ অনুমতি নেয়ওনি।” অন্যদিকে, বিদ্যুৎ সংস্থা সিইএসসি-র দাবি, হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডে সিইএসসি-র সব কেবল ভূগর্ভস্থ। ওই বাতিস্তম্ভটি সিইএসসি-র নয়। ফলত, তার রক্ষণাবেক্ষণও সিইএসসি করে না। রবিবার সন্ধেয় হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডে জমা জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর বারোর নীতীশ যাদবের। মর্মান্তিক ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে জল পেরিয়ে যাচ্ছে এক কিশোর। পুজোর প্রসাদ নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল নীতীশ। তখনই বিপত্তি ঘটে। যে জায়গায় ওই ঘটনা ঘটে সেটি একটি সরু গলি। দু’পাশে বহু বাড়ি। সেই বাড়ি থেকেই এক মহিলা দেখতে পান, রাস্তার জমা জলে পড়ে ছটফট করছে এক কিশোর।