বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ, মিথুন রাশিতে ৬ জুন প্রবেশ করেছেন। আর ২২ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবেন। মিথুন রাশিতে গুরু গ্রহও গোচর করবেন। আর তার ফলে ২০২৫ সালে এবার আসছে গুরু আর বুধের মেগা যুতি। এই যুতির ফলে বহু রাশির লাভের অঙ্ক বাড়তে শুরু করতে পারে।
বৃষ
আর্থিক পরিস্থিতি আগের থেকে হবে ভালো। পরিবারে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় যাবে। চাকরিতে উন্নতি আর আয়ে বৃদ্ধি হতে পারে। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। আপনি নিজে আকর্ষণের কেন্দ্র হিসাবে থাকবেন সর্বক্ষেত্রে। আটকে থাকা টাকা হাতে পাবেন। আপনার কথায় আসবে মাধুর্য।
মিথুন
গুরু আর বুধের যুতি আপনার জন্য অনুকূল হতে পারে। পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে। কেরিয়ারে হবে উন্নতি। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। মানসিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ধন সম্পত্তির পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়িক সাফল্য পাওয়ার সম্পূর্ণ যোগ রয়েছে। সম্পত্তি বৃদ্ধি হতে পারে। চাকরিতে কর্মক্ষেত্রে বদল আসতে পারে।
কন্যা
কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই সংযোগ লাভদায়ী হবে। ব্যবসায় বৃদ্ধি আসতে পারে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হতে পারে। কর্মস্থলে উচ্চ আধিকারিকদের থেকে কোনও সহযোগিতা পেতে পারেন। আপনার কথায় আসবে মাধুর্য। আত্মবিশ্বাস এই সময় তুঙ্গে থাকবে। কাজের জায়গা বিস্তার পাবে। পরিবারের সহযোগিতা পাবেন।