হিমাচল প্রদেশে ভয়াবহ ধস। ধ্বংসস্তূপে চাপা পড়েছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক। বুধবার এই ঘটনাটি ঘটেছে কিন্নর জেলার সিমলা জাতীয় সড়কে হিমাচল সড়ক পরিবহণ নিগমের ৪০যাত্রী-সহ একটি বাস ধসের কবলে পড়েছে। বাসটি কিন্নৌর থেকে শিমলা যাচ্ছিল। দ্রুত উদ্ধারকাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে, এখনও পর্যন্ত সেই বাসে চালক-সহ ৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য হিমাচলের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আইটিবিপির তিনটি ব্যাটালিয়নকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গত মাসেই কিন্নৌরে ভূমিধসের কবলে পড়ে নয় জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে সিআরপিএফ জওয়ান-সহ এক মার্কিন নাগরিক ছিলেন।