ক্রাইম

মধ্যপ্রদেশে মহিলা যাত্রীকে নির্জন জায়গায় নামিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত বাস কনডাক্টর

মধ্যপ্রদেশের শিবপুরীর মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক বাস কনডাক্টরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই বাস কনডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর যেখানে যাওয়ার কথা ছিল তিনি সেই জায়গাটি ঠিকমতো চিনতেন না। তাই তিনি বাসে উঠে কনডাক্টরের সাহায্য নিয়েছিলেন। কিন্তু ললিতপুর যাওয়ার পথে ওই মহিলাকে শিবপুরীর এক বাসস্টপে পরিত্যক্ত নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পুলিশের জেরার মুখে ওই মহিলা যাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে নেয় কনডাক্টর। অভিযুক্তকে আদালতে তোলার পর জেল হেপাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।