কলকাতা

বেশি ভাড়া নিলেই সিজ করা হবে বাস, কড়া নির্দেশ রাজ্যের

বেসরকারি বাসের মালিকেরা চাইছেন বাসের ভাড়া বাড়ানো হোক। যদিও সে পথে হাঁটা দেয়নি রাজ্য সরকার। কিন্তু সেই টানাপোড়েনের মাঝেই প্রায় সব বেসরকারি বাস রুটেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভাড়া বৃদ্ধি কোথাও ১-২টাকা বাড়ানো হয়েছে কোথাও বা দ্বিগুণ বা তিনগুণ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জেরেই কোথাও কোথাও ১৩ টাকার ভাড়া বেড়ে ২৫টাকাও হয়েছে। এই সব ভাড়ার জটিলতা এড়াতে রাজ্য সরকার ফ্র‌্যাঞ্চইজিতে সরকারি বাস চালানোর কথা ভাবা শুরু করেছিল। ঠিক হয়েছিল সেই বাস চালানো হবে কিছু দূরপাল্লার রুটে ও ৮টি কলকাতা ও শহরতলি রুটে। সেই ক্ষেত্রেই রাজ্য সরকার এবার জানিয়ে দিল, তাঁদের বেঁধে দেওয়া ভাড়াতেই সেই বাস চালাতে হবে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তও। যার অন্যতম বেশি ভাড়া নিয়ে বাস চালালেই বাস সিজ করে নেওয়া হবে।