রেল মন্ত্রকের কর্মচারীদের জন্য সুখবর ! বুধবার তাঁদের জন্য 78 দিনের বোনাসে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন ৷ এদিন সরকারের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রেলের 10 লক্ষ 91 হাজার 146 জন কর্মচারীর জন্য মোট 1865.68 কোটি টাকা বোনাস বরাদ্দ করা হয়েছে ৷ এর সঙ্গে দেশের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে চিকিৎসক পড়ুয়াদের জন্য 5 হাজার আসন মঞ্জুর করেছে ক্যাবিনেট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট রেল মন্ত্রকের কর্মচারীদের জন্য 78 দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) মঞ্জুর করেছে ৷ প্রতি বছর দুর্গাপুজো ও দশেরার ছুটির আগে যোগ্য কর্মীরা পিএলবি বোনাস পেয়ে থাকেন ৷ সেভাবেই এবছর 78 দিনের বেতনের সমান অর্থ বোনাস হিসেবে দেওয়া হবে 10.91 লক্ষ কর্মচারীকে ৷ গেজেটেড আধিকারিক নন এমন সমস্ত কর্মীদের বোনাস দেওয়া হবে ৷ রেল মন্ত্রকের কর্মীরা যাতে আরও ভালো কাজ করার উৎসাহ পান তা নিশ্চিত করতেই এই বোনাস দেওয়া হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।


