কলকাতা পুজো

বড় জয় রাজ্য সরকারের, দুর্গা পুজোর অনুদানে সম্মতি দিল হাইকোর্ট, মানতে হবে ৬ নির্দেশ

দুর্গাপুজায় ক্লাব গুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়ায় সম্মতি দিল কলকাতা হাইকোর্ট । তবে গত বছরে হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে পুজায় কী ভাবে টাকা খরচ করতে হবে, তার ৬টি গাইডলাইন দিল আদালত । হাইকোর্টের ওয়েবসাইটে নির্দেশনামা আপলোড হলেই জানা যাবে কী নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যাতে রাজ্যের রাজকোষ থেকে খরচ হবে প্রায় ২৫৮ কোটি। পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের এই অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। একাংশ প্রশ্ন তোলে, যখন রাজ্যেক সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে, তখন কীভাবে কোষাগার থেকে ২৫৮ কোটি টাকা অনুদান দিতে পারে রাজ্য? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ৷ সেই মামলাতেই মঙ্গলবার বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় ‘কলকাতার দুর্গাপুজো’-কে। ফলে এবারের দুর্গাপুজো বাঙালির কাছে আরও আরও উল্লেখযোগ্য। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের হিসেব মতো ৪৩ হাজার পুজো কমিটি বা পুজো ক্লাব আছে। এছাড়াও কত বাড়ির পুজো আছে, পল্লীর পুজো আছে, ছোট-বড় পুজো আছে। ক্লাব না থাকলে পুজো নিয়ে গর্বই করতে পারতাম না। কলকাতায় দুর্গাপুজোয় যত টাকা খরচ হয়, আর কোথায় হয়?” ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পয়লা সেপ্টেম্বর কলকাতায় মিছিলও করেন মুখ্যমন্ত্রী।