তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এ দিন এই নির্দেশ দিয়েছেন । ২০ মে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত । হাওড়ার জলাভুমি বাঁচাও কমিটির নেতা তপন দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেছিল পরিবার ৷ ২০১১ সালের ৬ মে গুলি করে খুন করা হয় হাওড়ার জলাভুমি বাঁচাও কমিটির নেতা তপন দত্তকে । এই ঘটনায় একাধিক তৃণমূল নেতা-কর্মীর নাম জড়ায় । তপন বাবু নিজেও ছিলেন তৃণমূলেরই কর্মী । কিন্তু ঘটনার ১০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই ঘটনায় দোষীরা এখনও কেন শাস্তি পায়নি, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার।