কলকাতা

সন্দেশখালিকাণ্ডে যৌথ তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশ, সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

‘সিবিআই ও রাজ্য পুলিস যৌথভাবে তদন্ত করবে’। সন্দেশখালিকাণ্ডে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল হাইকোর্ট।  তদন্তে হাইকোর্ট নজরদারি করবে। আদালতের নির্দেশ, ‘ন্যাজাট থানার পুলিস এই তদন্তের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। যাঁরা এখন তদন্ত করছেন, তাঁরা সমস্ত তথ্য তুলে দেবেন সিটের হাতে। আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না’। ১২ দিন পার। সন্দেশখালিকাণ্ডে এখনও ফেরার মূল অভিযুক্ত শেখ শাহাজাহান। হাইকোর্টে ইডি-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্য় পুলিসের উপর তাদের আস্থা নেই। এমনকী, তথ্য বিকৃতির আশঙ্কাও প্রকাশ করছিল কেন্দ্রীয় তদন্তকারী। আর্জি ছিল, ‘সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক’। কিন্তু সেই আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।