জেলা

মুর্শিদাবাদ থেকে উদ্ধার প্রায় ১৮ লক্ষ টাকার গাঁজা

শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় সংলগ্ন এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকল থেকেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ জাতীয় সড়কে নাক তল্লাশি চালাচ্ছিল। দুপুর নাগাদ ফারাক্কার দিক থেকে একটি কলকাতাগামী লরিকে আসতে দেখে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটকান। গাড়িটি ভালোভাবে তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় ১৫০ কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।