দেশ

‘৯টি রাজ্যের নির্বাচনের একটাও হারা চলবে না’, বিজেপির জাতীয় এগজিকিউটিভ বৈঠকে বললেন জেপি নাড্ডা 

আজ বিজেপির জাতীয় এগজিকিউটিভ বৈঠকে উপস্থিত ছিল শীর্ষ নেতৃত্ব। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হল তা খোলসা করলেন দলের অন্যতম সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি জানান, ২০২৩ সালে ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। পরের বছর আবার লোকসভা নির্বাচন। সে কারণেই এ বছর ওই নয় রাজ্যের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সেকথা সম্যক জানেন নাড্ডা। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, নাড্ডা বলেছেন, এ বছর ৯টি নির্বাচনের একটিতেও হারলে চলবে না বিজেপির। প্রসাদ বলেন, সভাপতি বলেছেন, ২০২৩ খুব গুরুত্বপূর্ণ। ন’টি রাজ্যের নির্বাচনে লড়ে জিততে হবে আমাদের এবং তারপর ২০২৪ সালের লোকসভা নির্বাচন। প্রসাদ আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যেসব বুথে আমরা দুর্বল, সেখানে শক্তি বাড়াতে হবে। এমন ৭২,০০০ বুথ আগেই চিহ্নিত করা হয়েছিল। এমনকী ১,৩০,০০০ বুথে শক্তি বাড়ানো হয়েছে।