মুড়িগঙ্গায় ডুবল পণ্যবাহী ট্রলার৷ অমাবস্যার ভরা কোটাল এবং নিম্নচাপের জেরে নদীতে জলোচ্ছ্বাস থাকায় এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবে, ট্রলারটিতে কেউ ছিল না ৷ স্থানীয় সূত্রে খবর ট্রলারটি কচুবেড়িয়ার ঘাটে নোঙর করে রাখা ছিল ৷ জলের স্রোত এবং হাওয়ার দাপটে ট্রলারটি উল্টে যায় ৷ ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ অন্যদিকে, কাকদ্বীপের হারু পয়েন্ট কোস্টাল থানার কাছে মুড়িগঙ্গায় উল্টে গেল বালিকাটার ড্রেজার ৷ মুড়িগঙ্গার নাব্যতাকমে যাওয়ায়, সেখানে নদীর চড়ের পলি তোলার জন্য ড্রেজার কাজ করছিল ৷ আজ নদীর স্রোত বেড়ে যাওয়ায় এবং ঝোড়ো হাওয়ার জেরে ড্রেজারটি উল্টে যায় ৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷