কলকাতা

১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। মামলায় পার্টি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। কারণ, তিনিই অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন। জানা গিয়েছে, মামলা দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, ১১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক অধ্যাপক প্রত্যাখ্যান করেছিলেন রাজ্যপালের দেওয়া উপাচার্যের নিয়োগপত্র। দক্ষিণ দিনাজপুর জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় প্রত্যাখ্যান করেছেন নিয়োগপত্র। প্রসঙ্গত, গত ১ জুন রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়েছিল।