কলকাতা

মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তিতে NIA তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

 ওয়াকফ আইন প্রত্য়াহারের দাবিতে রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি একাংশ। আক্রান্ত বহু পরিবার। এই পরিস্থিতিতে গোটা ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।