স্পেনে শিল্পসফরে রাজ্যের সরকারি প্রতিনিধি দল বুধবার বৈঠক করলেন কাতালোনিয়ার প্রদেশের প্রেসিডেন্ট ড. এইচ পেরে আরাগোনস আই গার্সিয়ার সঙ্গে। বাংলায় বিনিয়োগ ও আসন্ন শিল্প-বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন স্পেনে ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকও। এদিনের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল, বাংলায় বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, স্টার্ট-আপ, পর্যটন ও আইটি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। কাতালোনিয়ার গোটা টিমকে বাংলায় চলতি বছরে শিল্প-সম্মেলনে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে।