জেলা

বগটুই হত্যাকাণ্ডে ফের চার্জশিট জমা সিবিআইয়ের

গত মার্চে রামপুরহাটের প্রত্যন্ত গ্রাম বগটুই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এই মামলার তদন্তে এবার সিবিআই আরও আটজনের নামে চার্জশিট জমা দিল বলে জানা যাচ্ছে। এর আগে অবশ্য আরো ১৬ জনের নামে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল। এখনো পর্যন্ত বগটুই কাণ্ডে মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।  প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের সঙ্গে একুশে মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর ঘটনার সঙ্গে যোগ পাওয়া যায়। অভিযোগ ওঠে, গ্রামের বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং তা ভাদু শেখ খুনের বদলা হিসেবে। রাজ্যজুড়ে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। এরমধ্যেই বগটুই কাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে আনারুল শেখের নাম। তাঁকে গ্রেপ্তারও করা হয়। আনারুল একা নন, সিবিআইয়ের হাতে এই ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।