এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে আগেই কমিশনের সার্ভার সিল করেছে সিবিআই। এবার সার্ভার হ্যাকের আশঙ্কায় তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান এসএসসি-র সার্ভার হ্যাক করে গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলতে পারে অভিযুক্তরা। গত ১৮ মে কেন্দ্রীয় বাহিনী এসএসসি-র দফতরের নিরাপত্তার দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ছাড়া সবার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। এর পর দফতরে ঢুকে এসএসসি-র সার্ভার সিল করে দেন সিবিআই-এর গোয়েন্দারা। এছাড়া এসএসসি দফতরে যে ১৪টি কম্পিউটার ও ৬টি আলমারি রয়েছে সেগুলিও সিল করে দিয়েছেন গোয়েন্দারা। তবে গোয়েন্দাদের আশঙ্কা, হ্যাক করে সার্ভার থেকে মুছে ফেলা হতে পারে তথ্য। সেজন্যই সোমবার সার্ভারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন তাঁরা।