কলকাতা

হ্যাক হতে পারে এসএসসি-র সার্ভার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই

এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে আগেই কমিশনের সার্ভার সিল করেছে সিবিআই। এবার সার্ভার হ্যাকের আশঙ্কায় তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান এসএসসি-র সার্ভার হ্যাক করে গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলতে পারে অভিযুক্তরা। গত ১৮ মে কেন্দ্রীয় বাহিনী এসএসসি-র দফতরের নিরাপত্তার দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ছাড়া সবার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। এর পর দফতরে ঢুকে এসএসসি-র সার্ভার সিল করে দেন সিবিআই-এর গোয়েন্দারা। এছাড়া এসএসসি দফতরে যে ১৪টি কম্পিউটার ও ৬টি আলমারি রয়েছে সেগুলিও সিল করে দিয়েছেন গোয়েন্দারা। তবে গোয়েন্দাদের আশঙ্কা, হ্যাক করে সার্ভার থেকে মুছে ফেলা হতে পারে তথ্য। সেজন্যই সোমবার সার্ভারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন তাঁরা।