গতকাল, শুক্রবার বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এখনও তাঁর জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এর মধ্যেই আরও এক তৃণমূল নেতার বিভাস অধিকারী বাড়িতে পৌঁছে গেল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে এবার বিভাস অধিকারীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শনিবার নববর্ষের দিনে বিভাসের বীরভূমের নলহাটির বাড়িতে যান গোয়েন্দারা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার পয়লা বৈশাখের দিন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের একটি দল বীরভূম জেলার নলহাটির কৃষ্ণপুরে বিভাসের বাড়িতে হানা দেয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা্র তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। এদিন কেন্দ্রীয় গোয়েন্দারা সার্চ ওয়ারেন্ট নিয়ে বিভাসের ডেরায় হান দেন। তাঁর আশ্রমেও যান গোয়েন্দারা। জানা গিয়েছে শনিবার যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতে যান, সেই সময় বাড়িতে ছিলেন বিভাস অধিকারী। এদিন বীরভূমের পাশাপাশি কলকাতায় বিভাসের ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। শিয়ালদার ডাক্তার কার্তিক বোস স্ট্রিটে বিভাসের Flat রয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কাদের চাকরি পাইয়ে দিয়েছেন, কত টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছেন। কাদের সঙ্গে যোগাযোগ করে চাকরি করে দিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য এর আগে বিভাসের কলকাতার ১৮, ডাক্তার কার্তিক বোস লেনের একটি ফ্ল্যাট সিল করে দেন ইডি আধিকারিকরা।