সিবিএসইর দশম শ্রেণির ফলাফল এদিন প্রকাশিত হয়। করোনা পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া হয়নি সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষার্থীদের। সেই জায়গা থেকে এই বছর কার্যত পরীক্ষা হয়নি। তবে বোর্ডের নির্দিষ্ট নীতি অনুযায়ী সম্পন্ন হয় এই বোর্ডের পরীক্ষার মূল্যায়ন সম্পন্ন হয়। সেই মূল্যায়নের ফল ঘোষিত হয়েছে এদিন দুপুর ১২ টা নাগাদ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিবিএসই জানিয়ে দেয় যে ২০২১ সালের ৪ মে থেকে পরীক্ষা শুরু হবে দশম শ্রেণির। তবে গোটা এপ্রিল মাস ও মে মাস জুড়ে প্রবল হারে করোনা সংক্রমণ দেখা দিতে থাকে। গোটা দেশে করোনার প্রকোপ দ্বিতীয় স্রোত নিয়ে আসে। সেই জায়গা থেকে পর পর রাজ্যের বোর্ড বাতিল করে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এদিকে, পরিস্থিতি পরীক্ষা হয়নি। বরং বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে সারা বছর ইন্টারনাল পরীক্ষায় যেভাবে ফলাফল করেছে একজন পরীক্ষার্থী সেই মতোই তাঁর মূল্যায়নের ফলাফল পাবে। আর সেই নির্দিষ্ট নিয়ম মেনেই এবারের দশম শ্রেণির ফলাফল ঘোষিত হয়েছে সিবিএসইর। এদিন সিবিএসইর দশম শ্রেণির ফলাফল জানা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ও এসএমএস মারফৎ। সেক্ষেত্রে cbseresults.nic.in, digilocker.gov.in সাইটগুলি থেকে ফলাফল জানা যাবে। ফল জানা যাবে উমাং অ্যাপ ও ডিজিটাল লকার অ্যাপ থেকে।এবছর করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়নি দশম শ্রেণির। পড়ুয়াদের ইন্টারনাল নম্বর ও প্রজেক্টর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে নম্বর। তার ভিত্তিতেই তৈরি হয়েছে মার্কশিট। ২০২১ সালে সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। সিবিএসই জানিয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। ৯৯.৮৯ শতাংশ পাশের হার ছেলেদের। রূপান্তরকামী পড়ুয়াদের ১০০ শতাংশই উত্তীর্ণ হয়েছে। এ বছর অকৃতকার্য পড়ুয়াদের মার্কশিটে অনুত্তীর্ণ বা ‘ফেল’ কথাটির উল্লেখ থাকছে না। ইউনিট টেস্ট এবং আগের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশ এবং প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের ২০ শতাংশ মিলিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। এ বছর আরেকটি বিষয়ও জানান হয়েছে, মূল্যায়নে অসন্তুষ্ট হলে, cbse.nic.in ওয়েবসাইটে বিশেষ ভাবে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা।